Logo
রাজশাহী
10/20/2024

অতিউৎসাহীমূলক কর্মকাণ্ডের জন্য পুলিশ জনবান্ধব হতে পারেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার আজ রোববার দুপুরে আরএমপি সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...

অতিউৎসাহীমূলক কর্মকাণ্ডের জন্য পুলিশ  জনবান্ধব হতে পারেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

আজ রোববার দুপুরে আরএমপি সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) রাজশাহীতে কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন। প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরে যে পরিস্থিতিতে পুলিশ দায়িত্ব নিয়েছে তার থেকে বর্তমানে অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে জনগণ বা আমরা এখনও কিন্তু সন্তোষজনক পর্যায়ে উপনীত হতে পরিনি। আমরা বলি জনবান্ধব পুলিশ।

আমরা কিন্তু এটা করতে পারি নাই। জাতীয় স্বার্থের বাইরে কোনো ধরণের অবৈধ আদেশ যেন পুলিশ সদস্যদেরকে দেয়া না হয় তা নিশ্চিত করতে হবে। আমাদের পুলিশের অধিকাংশ সদস্যই ভালো কিন্তু গুটি কয়েকজনের অতিউৎসাহমূলক কর্মকাণ্ডের জন্য এতদিন পুলিশ জনবান্ধব হতে পারেনি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা তাদের চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে এখনো বেশকিছু সমস্যা রয়ে গেছে। পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের মান সন্তোষজনক নয়। নিম্নপদস্থ পুলিশ সদস্যদের টিএডিএ বিল অনেক বাকেয়া পড়ে গেছে। অতিত্ত্বর এসব বিল পরিশোধ করার জন্য নির্দেশ দেন তিনি। পুলিশ সদস্যদের কর্তব্য পালনের সুবিধার জন্য একই রেঞ্জের মধ্যে বদলী ও পদায়ন করা যায় কিনা তা বিবেচনার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত থানাগুলো মেরামতের কাজ চলছে মন্তব্য করে তিনি ক্ষতিগ্রস্থ থানাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের কাছে চাহিদাপত্র আহবান করে অতিদ্রুত মেরামত কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভাড়া বাসার পরিবর্তে জমি অধিগ্রহণ করে নিজস্ব জায়গায় থানা ভবন নির্মাণ করা যায় কিনা তা যাচাই করার নির্দেশনা দেন তিনি।

আরএমপির পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাব এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ। মতবিনিময় এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, পাশর্^বর্তী দেশ ভারতের হিংসাত্বকমূলক কর্মকাণ্ডের কারণে বন্যা সৃষ্টি হয়। এতে বিভিন্ন জেলা ডুবে সবজির জোগান কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। সব স্বাভাবিক হয়ে যাবে। সকল পুলিশ ফাঁড়িতে কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে ৪০ তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ বন্ধ হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি, অনিবার্যকারণে বন্ধ হয়েছে বলে জানান। পরে সাংবাদিকরা একই প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি।


ওম/আর




এরকম আরও

বিএমএকে স্বৈরাচার মুক্ত করতে হবে: রাজশাহীতে এনডিএফের সম্মেলনে বক্তারা

বিএমএকে স্বৈরাচার মুক্ত করতে হবে: রাজশাহীতে এনডিএফের সম্মেলনে বক্তারা

স্টাফ রিপোর্টার ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ স্বেরাচার মুক্ত হলেও এখানও...

10/13/2024
রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ দখল ও   মানববন্ধনে হামলার অভিযোগে মামলা

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ দখল ও মানববন্ধনে হামলার অভিযোগে মামলা

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ দখল ও মানববন্ধনে হামলার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী...

10/20/2024
রাজশাহীতে বিস্ফোরক মামলায় আটক ১

রাজশাহীতে বিস্ফোরক মামলায় আটক ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা...

10/11/2024
রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন মিনুর

রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন মিনুর

স্টাফ রিপোর্টার বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন...

10/10/2024
রাজশাহীতে বাজার নিয়ন্ত্রণে   মনিটরিং টাস্কফোর্স কমিটির

রাজশাহীতে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং টাস্কফোর্স কমিটির

রাজশাহী মহানগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নগরীর বাজারে বাজার...

10/12/2024
অতিউৎসাহীমূলক কর্মকাণ্ডের জন্য পুলিশ  জনবান্ধব হতে পারেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অতিউৎসাহীমূলক কর্মকাণ্ডের জন্য পুলিশ জনবান্ধব হতে পারেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার আজ রোববার দুপুরে আরএমপি সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...

10/20/2024